সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী।
গলাচিপায় হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে রবিবার বেলা ১১ টায় পটুয়াখালী জেলা পুলিশের আয়োজনে শতাধিক জেলের মাঝে মানবিক সহায়তা সামগ্রী
বিতরণ করা হয়।”ত্রাণ না পেয়ে জেলেদের বিক্ষোভ” শিরোনামের একটি সংবাদ গত ৭মে ২০২০
তারিখ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে তা পটুয়াখালী জেলা পুলিশ সুপার
মোহাম্মদ মইনুল হাসান পিপিএম এর নজরে আসে। এর পরে তিনি আইন শৃংখলা
পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে জেলেদের সাথে যোগাযোগ করেন এবং জেলা
পুলিশের নিজস্ব আয়োজনে তাদের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
হরিদেবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে রবিবার বেলা ১১ টায় পটুয়াখালী জেলা পুলিশ
সুপার মোহাম্মদ মইনুল হাসান শতাধিক জেলের মাঝে সামাজিক দূরত্ব বজায়
রেখে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করেন। এ মানবিক সহায়তা সামগ্রীর
মধ্যে ছিল চাল,আলু,তেল,পিঁয়াজ,সাবান। এই সকল জেলেদের পুলিশের সহায়তায়
ট্রলার যোগে রাংগাবালী থেকে গলাচিপা আনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, গলাচিপা
থানার অফিসার ইন চার্জ মো.মনিরুল ইনলাম, রাঙ্গাবালী থানার অফিসার ইন
চার্জ আলী আহম্মদ, গলাচিপা থানার অফিসার ইন চার্জ (তদন্ত) মো. হুমায়ুন
কবির।
জেলেরা এ মানবিক সহায়তা পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং বাংলাদেশ পুলিশকে
ধন্যবাদ জানান।