র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও জেলা প্রশাসন পটুয়াখালী কর্তৃক পটুয়াখালী সদর এবং দুমকিতে ভ্রাম্যমান আদালতে ০৪ জন দোকানদারকে অর্থদন্ড।
র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য ১১/০৫/২০২০ইং তারিখ সকাল আনুমানিক ১০.০০ ঘটিকা হতে ০১.০০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালীর সদর এবং দুমকি থানা এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকানে দ্রব্য মূল্যের তালিকা না থাকার অপরাধে ১। মেসার্স মুছা ষ্টোর মুদির দোকানদার বিশ্বানাথ সাহা(৫৫), পিতা- মৃত গৌরনিতাই সাহা, সাং-লেবুখালী, থানা-দুমকি, পটুয়াখালীকে ৫,০০০/- টাকা, ২। শ্যামল ষ্টোর মুদির দোকানদার শ্যামল পাল (৪০), পিতা- মৃত রাধাকান্ত পাল, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ৫,০০০/- টাকা, ৩। মৃধা ষ্টোর মুদির দোকানদার মোঃ কাওছার মৃধা(৩০), পিতা-মোঃ আঃ মালেক মৃধা, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ৩,০০০/- টাকা, ৪। মিলন ষ্টোর মুদির দোকানদার মোঃ মিলন হোসেন (২৬), পিতা- মোঃ আঃ ছালাম, সাং- টেংরাখালী, থানা-সদর, জেলা-পটুয়াখালীকে ৩,০০০/- টাকা সহ সর্বমোট ১৬,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অমিত রায়, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী, ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৩৮/৪২ ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করেন।