March 25, 2025, 4:21 pm

পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া অবৈধভাবে প্লাস্টিক কারখানা

Reporter Name
  • Update Time : Wednesday, May 13, 2020,
  • 154 Time View

প্লাষ্টিক ফ্যাক্টরিতে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের অভিযান চালিয়ে আটক ও অর্থদণ্ড করা হয়েছে। আজ বুধবার বিকেলে রংপুর মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় রংপুর মেট্রোপলিটনি পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের নির্দেশনায় এডিসি (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ মাহিগঞ্জ থানা এলাকায় পৃথক তিনটি প্লাষ্টিক ফ্যাক্টরীতে অভিযান চালানো হয়।

প্রথম ফ্যাক্টরি দুইটার মালিক যথাক্রমে মো. আক্তার হোসেন (৩২) ও মো. আয়নাল হক (৪৮), উভয় পিতাঃ মৃত হানিফ ব্যাপারী, সাং মাহিগঞ্জ, নাছনিয়া,সাতমাথা রংপুর এবং ৩য় প্লাস্টিক ফ্যাক্টরীর মালিক মো. হানিফ মিয়া (৬০), পিতা-মৃত সুবেদ আলী ব্যাপারী, সাং হারাগাছ রোড, মাহিগঞ্জ, রংপুর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া প্লাষ্টিক কারখানা চালানো ও মজুদ করার অপরাধ স্বীকার করে।

তারা পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া ও অবৈধভাবে প্লাস্টিক কারখানা চালানো অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পরিবেশ আইন ১৯৯৫ এর ৬(গ) ধারা মোতাবেক তিনটি কারখানার মালিককে যথাক্রমে মো. আক্তার হোসেন এর নিকট ৩০ হাজার, মো. আয়নাল হক এর নিকট ৩০ হাজার এবং মো. হানিফ মিয়া এর নিকট ১০ হাজার টাকাসহ সর্বমোট ৭০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক কাজী সাইফুদ্দিন এর উপস্থিতিতে আফরিন জাহান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

এডিসি উত্তম প্রসাদ পাঠক বলেন, রংপুর মেট্রোপলিটন এলাকায় সকল প্রকার অপরাধ দমনে গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযান অব্যহত থাকবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71