গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তকরণ কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বুধবার (১৩ মে) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে কিট এবং টাকা জমা দেওয়া হবে।
মঙ্গলবার (১২ মে) গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা যায় গণস্বাস্থ্য কেন্দ্রকে একটি চিঠির মাধ্যমে বিএসএমএমইউ কর্তৃপক্ষ ২০০ কিট জমা এবং কিটের কার্যকারিতা পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা জমা দিতে বলা হয়েছে। বুধবার (১৩ মে) গণস্বাস্থ্যের পক্ষ থেকে টাকা ও কিট জমা দেওয়া হবে বলেও জানানো হয়।