December 23, 2024, 6:48 pm

দুই শতাধিক ক্রীড়াবিদ ও সংগঠকের পাশে বরগুনা জেলা ক্রীড়া সংস্থা

Reporter Name
  • Update Time : Wednesday, May 13, 2020,
  • 244 Time View

.এস রিয়াদঃ প্রাণঘাতি নভেল করোনা (কোভিড-১৯) ভাইরাসের কারণে সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া বরগুনার দুই শতাধিক ক্রীড়াবিদ ও সংগঠকের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালের দিকে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বরগুনা স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাইন বিল্লাহ এসব উপহার সামগ্রী বিতরণ করেন।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের প্রকোপে বরগুনা জেলার খেলোয়াড় এবং সংগঠকরা কর্মহীন হয়ে পড়েছেন। খেলা না থাকায় তাদের এ দুঃসময়ে পাশে দাঁড়াতেই বরগুনা জেলা ক্রীড়া সংস্থা এমন উদ্যোগ নিয়েছে।

উপহার সামগ্রীর মধ্যে ছিলো- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, গুড়া দুধ, সেমাই ও সাবান।

বরগুনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন বলেন, ক্রীড়াবিদ ও সংগঠকদের পাশে দাঁড়াতে আমরা সবসময় সচেষ্ট ছিলাম। এরই ধারাবাহিকতায় করোনার এই চরম ক্রান্তিলগ্নে আমাদের সাধ্য অনুযায়ী ক্রীড়াবিদ ও সংগঠকদের পাশে দাঁড়িয়েছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

ক্রীড়াবিদ ও সংগঠকের উদ্দেশ্যে বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আপনাদের চিন্তিত হওয়ার কোন কারণ নেই। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের পাশে রয়েছেন। এর ধারাবাহিকতায় বরগুনা জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা সর্বদা আপনাদের পাশে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71