করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দীর্ঘদিন পর লকডাউন শিথিল করায় মাদারীপুরের হাট-বাজারে ঈদের কেনাকাটা শুরু হয়েছে। দোকানগুলোতে উপচে পড়া ভীড় দেখা গেছে। স্বাস্থ্যবিধি মানছে কেউ। মাদারীপুরে স্বাস্থ্য বিধি না মেনেই সকাল থেকে বিকেল পর্যন্ত কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠেছেন ক্রেতা-বিক্রেতারা। মাদারীপুর
জেলা লকডাউন ঘোষণা করায় দোকান পাট বন্ধ থাকার দীর্ঘদিন পর ১০ মে জেলার হাটবাজার ও বিপনী বিতানগুলোতে ঈদের কেনা কাটা শুরু হয়েছে। মাদারীপুর সদরের পুরান বাজারের দোকানগুলোতে উপচে পড়া ভীড় দেখা গেছে। অনেক দোকানে হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও তা মানছে না কেউ। আবার অধিকাংশ দোকানে
জীবানুনাশক কোনো স্প্রে করা হচ্ছে না।
এদিকে ব্যাংক খোলা থাকায় সেখানেও ভীড় জমাচ্ছে গ্রাহকরা। সরেজমিনে দেখা গেছে, ঈদকে সামনে রেখে কেনাবেচা জমে উঠছে মাদারীপুরের মার্কেট ও বিপনীবিতানগুলোতে। বাহারি রঙের দেশি-বিদেশি পোশাক সাজিয়ে বসেছেন দোকানিরা। আর সব শ্রেণির মানুষ ছুটছেন ঈদের পোশাক কেনার জন্য। অনেকে আবার শিশু-কিশোরসহ পরিবারের সবার সাথে বেড়িয়েছেন কেনাকাটা করতে। কোনো রকম স্বাস্থ্য বিধি না মেনেই কেনাকাটা
করছেন ক্রেতা-বিক্রেতারা। মাস্ক বা গ্লাভস ব্যবহার তো দূরের কথা মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। একে অপরের সাথে গা ঘেঁষে ঘুরছেন মার্কেটগুলোতে। এতে করোনা ঝুঁকি বাড়লেও সচেতন নন কেউ। তবে ক্রেতাদের অভিযোগ দোকানগুলোতে করোনা প্রতিরোধে রাখা হয়নি কোনো কার্যকর ব্যবস্থা। বিক্রেতাদের দাবি নিয়ম
মানছেন না ক্রেতারা।
নাম না প্রকাশে এক দোকানদার জানান, ক্রেতাদের চাপ বেশি থাকার কারণে কেউই নিয়ম মানছে না। ফলে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম জানান, নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করলে তাদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়া হবে। জনগনকেও সচেতন হতে হবে।