শামীম আহমেদ / পটুয়াখালী।
পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে জেলার কলাপাড়া উপজেলা থেকে বন্যপ্রানী ‘তক্ষক’ সহ ০৪ পাচারকারীকে আটক করে জেলা ডিবি পুলিশ। আটকের বিষয়ে পটুয়াখালী পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে প্রেস ব্রিফিং পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
১৪ মে বৃহস্পতিবার বেলা ১টার সময় প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী ডিবি পুলিশের একটি দল জানতে পারে যে,জেলার কলাপাড়ায় একটি চক্র বিরল প্রজাতির তক্ষক পাচার করছে।
এ ঘটনায় জেলা ডি বি পুলিশ তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে এবং ১৩ মে রাত আনুমানিক ৯ঃ৩০ মি এর সময় কলাপাড়া পৌরসভাস্থ মার্কাজুল মডেল মাদ্রাসা ভবনের সামনে থেকে মোঃ জাকারিয়া আকন(৪০), রিয়াজ উদ্দিন আকন(৪২), জলিল মৃধা (৩৫) ও মোঃ সুজা (৩৫) কে তক্ষক সহ তাদের আটক করে জেলা ডিবি পুলিশ। তক্ষকটির ওজন আনুমানিক ১৩০ গ্রাম লম্বা ১২.৫ ইঞ্চি। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা উক্ত তক্ষকটি চট্রগ্রামের পাহাড়ি এলাকা থেকে কলাপাড়ায় এনেছে এবং এটি বিক্রি করার জন্য ক্রেতাদের সাথে যোগাযোগ করে আসছিলো ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কলাপাড়া থানায় বন্য প্রাণী সংরক্ষণ ও পাচার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ সময় পুলিশ সুপার মঈনুল হোসেন বলেন,আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পটুয়াখালী জেলা পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, জনসাধারণের বন্ধু হয়ে কাজ করছে পুলিশ, তাই পুলিশকে ভয় নাপেয়ে সকল অপরাধীদের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ বেলাল হোসেন, ওসি ডিবি মোঃ শাহজাহান খান, সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সারাদেশে জেলা উপজেলা নিয়োগ চলছে যোগাযোগ করুন ০১৭১২৯৯৭১৫৮ ০১৭১৩৯৩২৫৬৪ নিউজের জন্য ইমেইল tmnews71@gmail.com সকলে শেয়ার কররার অনুরোধ করছি।