রতনদীতালতলী ইউনিয়নে শাকিল খানের অর্থায়নে ব্র্যাকের দরিদ্র সদস্যদের মাঝে দুধ,চিনি,সেমাই বিতরণ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী।
ব্র্যাক আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন প্রোগ্রামের আওতায় রতনদীতালতলী ইউনিয়নে প্রায় অর্ধশত পরিবার কে সেমাই, দুধ,ও চিনি ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়েছে। ব্র্যাক গলাচিপা শাখার ম্যানেজার মোঃরেজাউল করিম জানান রতনদীতালতলী ইউনিয়নের হতদরিদ্র প্রায় অর্ধশত পরিবারের মাঝে স্থানীয় দাতা, রতনদীতালতলী ইউনিয়নের সমাজ সেবক মোঃমোস্তাফিজুর রহমান শাকিল খানের অর্থায়নে আজ বৃহস্পতিবার রাতে ঈদ উপহার পৌঁছে দেয়া হয়েছে।
ব্র্যাক ম্যানেজার আরো বলেন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস এই দূর্যোগের সময় রতনদীতালতলী ইউনিয়নে আমাদের দরিদ্র সদস্য ১৩৫পরিবার কে নগত ৪৫০০করে টাকা দেওয়া হয়েছে। আমরা বিভিন্ন দূর্যোগের সময় স্হানীয় দাতাদের সহযোগীতা নিয়ে হতদরিদ্র পরিবারের মাঝে প্রদান করে থাকি।রতনদীতালতলী ইউনিয়নে শাকিল খান ভাই আমাদের আহবানে সব সময় সারা দেন। পূর্বেও আমাদের কম্বল, স্কুল ব্যাগ প্রদান করে ছিলেন এই বারে তিনি দুধ,চিনি,এবং সেমাই প্রদান করলেন। ব্র্যাক এর পক্ষ থেকে শাকিল খান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। এসময় উপস্থিত ছিলেন,রতনদীতালতলী ইউনিয়ন সিপিপি টিমলিডার মোঃমোস্তাফিজুর রহমান শাকিল খান, ব্র্যাক গলাচিপা শাখার পিও মোঃমতিউর রহমান, পিও মোঃআল ইমরান, রতনদীতালতলী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্বাস প্যাদা, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃমামুন খান সহ স্হানীয় ব্র্যাক গ্রাম সমিতির সদস্য বৃন্দ।