বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের থানচিতে সাংগু সেতুর পাশ্ববর্তী সাংগু নদী থেকে বালু উত্তোলন করার অভিযোগে ২ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান চালান ।
স্থানীয় সূত্রে জানা যায়, থানচিতে দীর্ঘদিন ধরে সড়ক উন্নয়নের নাম করে ও নিরাপত্তাবাহিনীর নাম ভাঙ্গিয়ে সাংগু নদী থেকে প্রতিনিয়ত অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে । বালি উত্তোলনের কাজে ব্যবহার করা হেচ্ছে ভারী যন্ত্র (স্কেভেটর)। স্থানীয়দের এমন অভিযোগের ভিত্তিতে ইউএনও ওই এলাকায় অভিযান চালান ।
এসময় অবৈধ পন্থায় বালু উত্তোলনকারী ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান উবামং মারমা ও চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আনু মিঞাকে ঘটনা স্থলে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
এসআই অনুপ কুমার দে জানান, নদীর তীরে স্কেভেটরটি পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ ছিল ভারী যন্ত্র দিয়ে বালু উত্তোলনের কারণে হুমকিতে পড়ছে ফসলি জমি, সাঙ্গু নদীর ব্রিজ ও থানচি স্বাস্থ্য কমপ্লেক্সসহ নদীর তীরবর্তী কয়েকটি গ্রাম।