December 23, 2024, 9:11 am

র‍্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও জেলা প্রশাসন কর্তৃক ভ্রাম্যমান আদালত চলমান।

Reporter Name
  • Update Time : Friday, May 15, 2020,
  • 154 Time View

 

শামীম আহমেদ /পটুয়াখালী।

পটুয়াখালীতে ওজনে কম দেওয়ায় র‍্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকা হইতে ১১.০০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী সদর এর পুরাতন বাজার ও নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মাছ, মুরগী ও গরুর মাংস ব্যবসায়ীদেরকে ওজনে কম দেওয়ার অভিযোগে ১। মাংস ব্যবসায়ী মাঃ খলিল সরদার (৪৫), পিতা-ফরাজউদ্দিন সরদার, সাং- টাউন জৈনকাঠী , থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ২,০০০/- টাকা, ২। মাংস ব্যবসায়ী মোঃ সেলিম হাওলাদার (৪৫), পিতা- জয়নাল হাওলাদার, সাং-টাউন জৈনকাঠী, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ২,০০০/- টাকা, ৩। মাংস ব্যবসায়ী খোকন বয়াতী (৪২), পিতা-কালু বয়াতী, সাং-পুরান বাজার, থানা- সদর, জেলা- পটুয়াখালীকে ৫,০০০/- টাকা, ৪। মাংস ব্যবসায়ী শহিদ বয়াতী (৪৫), পিতা- কালু বয়াতী, সাং- পুরান বাজার, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ৩,০০০/-, ৫। মুরগী ব্যবসায়ী মোঃ হানিফ মিয়া (৪৮), পিতা- মোঃ কেরামত আলী, সাং-পুরান বাজার, থানা- সদর, জেলা- পটুয়াখালীকে ২,০০০/- টাকা, ৬। মাছ ব্যবসায়ী মোঃ দুলাল হোসেন (৫০), পিতা- হালিম , সাং- লাউকাঠী, থানা-সদর, জেলা- পটুয়াখালীকে ১,০০০/- টাকা, ৭। মাছ ব্যবসায়ী আঃ রহিম (৪০), পিতা-হাফিজ গাজী, সাং- নিউ মার্কেট, থানা- সদর, জেলা- পটুয়াখালীকে ৫০০/- টাকা, ৮। মাছ ব্যবসায়ী মোঃ জামান বিশ্বাস (৪৩), পিতা-ইউসুফ বিশ্বাস, সাং-পুরান বাজার, থানা- সদর, জেলা- পটুয়াখালীকে ৫০০/- টাকা সহ সর্বমোট ১৬,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মানশ চদ্র দাস, সহকারী কমিশনার, মোঃ গোলাম সরওয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুনাল্ট চাকমা, পটুয়াখালী এবং জেলা স্যানটারী ইন্সপেক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ এ সময় উপস্তি ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৪৭ ধারা মোতাবেক তাদেরকে অর্থদন্ড প্রদান করা হয় ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71