December 23, 2024, 11:59 am

আজ দায়িত্ব নিচ্ছেন মেয়র তাপস

Reporter Name
  • Update Time : Saturday, May 16, 2020,
  • 175 Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে আজ দায়িত্ব গ্রহণ করছেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের মেয়াদ গতকাল শুক্রবার শেষ হয়েছে।

ডিএসসিসির সচিব মোস্তফা কামাল মজুমদার ও প্রধান প্রকৌশলী রেজাউর রহমান জানান, নতুন মেয়র আজ দায়িত্ব গ্রহণ করবেন। তবে অতিথি হিসেবে কারা উপস্থিত থাকবেন তা তাঁরা নিশ্চিত করে কিছু বলতে পারেননি।

সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে দক্ষিণ সিটি করপোরেশনকে চিঠি দেয়। করোনা পরিস্থিতির কারণে লোকসমাগম না করে শুধু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সমন্বয়ে একটি সভা করে দায়িত্ব নতুন মেয়রকে বুঝিয়ে দেওয়ার জন্য বলা হয় ওই চিঠিতে।

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, আমরা মন্ত্রণালয় থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে নতুন মেয়রের দায়িত্ব নেওয়ার বিষয়ে ব্যবস্থা নিতে বলেছি। আশা করি, তাঁরা নিশ্চয়ই এ বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে ব্যবস্থা নেবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71