মহিপুরে রাখাইন তরুনী ধর্ষণ, ধর্ষক আলআমিন গ্রেফতা।
মহিবুল্লাহ পাটোয়ারী : মহিপুর।
পটুয়াখালীর মহিপুরের কালাচাঁন পাড়ার ১০ম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থী (১৫) ধর্ষনের স্বীকার হয়েছে ।
জানাযায় রাখাইন তরুনী (১৫) কে বিভিন্ন সময়ে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে যোর পূর্বক প্রেমের সম্পর্কে আবদ্ধ করে একই ইউনিয়নের নাইয়োরীপাড়া গ্রামের মন্নান মীরার ছেলে কলেজ পড়ুয়া আল আমিন (২৩)।
১৪ মে বৃহস্পতিবার দিবাগত রাত ২ টায় ফুসলিয়ে ভিকটিমকে ঘড় থেকে ডেকে নিয়ে যোর পূর্বক নিকটস্থ হানিফ মেম্বারের মাছের আড়দের ভিতরে ধর্ষণ করে আল আমিন।
ভিকটিমকে খোঁজাখুঁজির পরে না পাওয়ায় ভিকটিমের মা মহিপুর থানায় মৌখিক ভাবে অভিযোগ করে। এবং তথ্য প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে।উদ্ধারের পরে ভিকটিম বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করে।
অভিযোগের প্রেক্ষিতে মহিপুর থানা পুলিশ তাৎক্ষণিক ভাবে মহিপুর থানার এস আই তারেক মাহামুদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১৫ তারিখ শুক্রবার রাত ১১ টায় মহিপুর থানাধীন আলিপুর থ্রি পয়েন্ট থেকে ধর্ষক আল আমিন (২৩)কে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত আসামিকে শনিবার কোর্টে প্রেরণ করা হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান জানান আমরা অভিযোগ পাওয়ার সাথে সাথে আসামি গ্রেফতারে তৎপর হই ফলশ্রুতিতে আসামি গ্রেফতার করতে সক্ষম হই। ভিকটিম কে ডাক্তারী পরিক্ষার জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।