December 23, 2024, 11:38 am

ইয়েমেনে আমিরাত ও সৌদি সেনা সংঘর্ষ, নিহত ১৪

Reporter Name
  • Update Time : Sunday, May 17, 2020,
  • 134 Time View

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের ভাড়াটে সন্ত্রাসীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছে।

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশে টানা ছয় দিন ধরে সংঘর্ষ চলছে। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের সেনাদের মধ্যে সংঘর্ষে ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে।

কথিত সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের বিচ্ছিন্নতাবাদীরা সৌদি মদদপুষ্ট গেরিলাদেরকে সেখানে প্রতিরোধ করছে। এসব গেরিলা সাবেক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত।

ইয়েমেনের সাবেক সরকারের একজন সেনা কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে যার মধ্যে মানসুর হাদির অনুগত দশজন ভাড়াটে সন্ত্রাসী রয়েছে।

গত ছয় বছর ধরে ইয়েমেনের ওপরে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। ওই জোটে সংযুক্ত আরব আমিরাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কিন্তু সৌদি আরব এবং আমিরাত পন্থী গেরিলাদের মধ্যে সাম্প্রতিককালে দ্বন্দ্ব প্রকট আকার ধারণ করেছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71