এম.এস রিয়াদঃ
করোনা (কোভিড-১৯) মহামারির শুরু থেকেই বরগুনার কিছু উদ্যোমী তরুণের সংগঠিত সংগঠন বরগুনা সাইন্স সোসাইটি (বিএসএস)’ এর উদ্যোগে ভ্রাম্যমান মেডিকেল টিম দ্বারা সেবা প্রদান করা হচ্ছে।
সতের ভলান্টিয়ার শহরের মধ্যে প্রবেশপথে পুলিশের তিনটি চেকপোস্টে এ সেবা প্রদান করছেন। সেবার মধ্যে থার্মাল স্ক্যান করে বাজারে প্রবেশ, প্রেসার পরিমাপ, হ্যান্ড স্যানিটাইজার দ্বারা হাত পরিষ্কার ও ওষুধ বিতরণ অন্যতম।
বরগুনা সাইন্স সোসাইটি মানুষের সেবার উদ্যেশ্যে তৈরি করা হয়েছে। যারা সাইন্স (বিজ্ঞান) এর ক্রমধারায় এগিয়ে যেতে চায় দুর থেকে বহুদুর।
সংগঠনটির সদস্য আকিল আহম্মেদ বলেন, আমরা করোনা মহামারির এ ক্রান্তিলগ্নে বরগুনার সন্তান হিসেবে মানুষের পাশে থেকে শেষ পর্যন্ত এ সেবা অব্যাহত রাখব।