December 23, 2024, 10:48 am

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগমের মৃত্যুতে প্রাণিসম্পদ মন্ত্রীর শোক

Reporter Name
  • Update Time : Sunday, May 17, 2020,
  • 138 Time View

জাতীয় মহিলা সংস্থায় চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলাদেশে গণপরিষদ সদস্য, প্রাক্তন সংসদ সদস্য, এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমানের সহধর্মিনী অধ্যাপক মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি।

মন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় মন্ত্রী আরো জানান, “অধ্যাপক মমতাজ বেগম ছিলেন দেশের একজন সূর্য সন্তান।

তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব কাছ থেকে রাজনীতি করেছেন। মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান অবিস্মরণীয়। এ দেশের রাজনীতি, স্বাধিকার আন্দোলন ও সমাজ সেবামূলক কর্মকান্ড তাঁকে ইতিহাসে অমর করে রাখবে। তাঁর শূন্যস্থান পূরণ হবার নয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71