December 25, 2024, 2:23 am

দশমিনায় ইমামকে মারধরের অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনের বিরুদ্ধে

Reporter Name
  • Update Time : Monday, May 18, 2020,
  • 122 Time View

পটুয়াখালী, প্রতিনিধিঃ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোঃ ইসমাইল খান (৫০) নামের এক মাওলানা কে মারধর করার অভিযোগ উঠেছে দশমিনা উপজেলার রনগোপালদীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এটিএম নাসির উদ্দিন সিকদারের বিরুদ্ধে। মাওলানা মো. ইসমাইল খান ইসলামি ফাউন্ডেশেনের শিক্ষক ও রনগাজী মৃধা বাড়ীর জামে মসজিদদের ইমাম।

ঘটনাটি ঘটেছে দশমিনার কালারানীর বাজার এলাকায় শনিবার সকালে। এ ঘটনায় এলাকাবাসী ইমামকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, রনগোপালদীর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব আউলিয়াপুর গ্রামের আশ্রাব আলী হাং পুত্র মাহবুব হাং এর সাথে একই এলাকার কাসেম চৌকিদারে পুত্র ফোরকান চকিদারের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

উভয় পক্ষের মধ্যে মীমাংসার জন্য গত শুক্রবার চেয়ারম্যানের বাসায় সালিসার মাধ্যমে চেষ্টা চালায়।

তৃতীয় পক্ষ ইমামের বিরুদ্ধে চেয়ারম্যানের কান ভারি করে। এর জের ধরে রনগোপালদীর ই্উপি চেয়ারম্যান এটিএম নাসির উদ্দিন সিকদার ও তার ভাইপো মোঃ রাশাদ সিকদার ইমামকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।

ঘটনাস্থলে ইমাম ইসলাম খান অজ্ঞান হয়ে পড়লে এলাকাবাসী তাকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রনগোপালদীর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এটিএম নাসির উদ্দিন সিকদার জানান, ইমামকে মারধরের কোনো প্রশ্নই আসে না। দশমিনা থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম জালাল উদ্দিন জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71