পারভেজ কলাপাড়া(পটুুয়াখালী) প্রতিনিধি ঃ
পটুুয়াখালীর কলাপাড়ায় করোনার দুর্যোগ মোকাবেলায় গরীব-দুঃখী ও অসহায় কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। “আমারাও পারি” সংগঠনের উদ্যোগে সোমবার সকালে এক দল মেধাবী ছাত্র ছাত্রীরা বালিয়াতলী এবং মিঠাগঞ্জ ইউনিয়নে প্রায় ১০০ পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে এসব সামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সরকারি হরগঙ্গা কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ হাসান মাহমুদ, সংগঠনটির পরিচালক আলহাজ্ব জালাল উদ্দীন ডিগ্রি কলেজের ছাত্র আফরান নাঈম ও সংগঠনের সদস্য মোসাঃসুমা আক্তার, জুথি আক্তার,মোঃসম্রাট প্রমুখ।সংগঠনটির পরিচালক আরফান নাঈম বলেন প্রতিবারের ন্যায় এ বছর গরীব-দুঃখী ও অসহায় কর্মহীন মানুষের মাঝে সামান্য ঈদ উপহার দিতে পারায় নিজেকে ধন্য মনে করছি।
সকলের সাহায্য সহযোগিতা নিয়ে এগিয়ে যেতে চাই “আমরা ও পারি “সংগঠনটি। এছাড়াও সংগঠনটি করোনা ভাইরাসের জন্য অসহায় মানুষদের মাঝে চাল,ডাল ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন।