গলাচিপায় প্রাথমিক বিদ্যালয়ের বিস্কুট বিতরণে অনিয়মের অভিযো
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় পূর্বচর আগস্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের বিস্কুট বিতরণে বরাদ্দের চেয়ে পরিমাণে কম দেয়ার অভিযোগ উঠেছে। রোববার (১৭ মে) সকালে স্কুল প্রাঙ্গনে বিস্কুট বিতরণের সময় এ অভিযোগ করেন অভিভাবকেরা।অভিভাবকদের অভিযোগ, করোনার কারণে স্কুল বন্ধ থাকায় সরকারি নির্দেশনা মোতাবেক প্রত্যেক শিক্ষার্থীকে ৩০ প্যাকেট করে বিস্কুট বিতরণের কথা থাকলেও আজ প্রধান শিক্ষক অভিভাবকদের ডেকে এনে ১৫/১৬ প্যাকেট করে বিস্কুট বিতরণ করেন।
এ প্রসঙ্গে প্রধান শিক্ষক মো. সাইফুল আলম জানান,৮/১০ বাক্স বিস্কুট ইদুরে নষ্ট করেছে। তাই অর্ধেক পরিমাণ করে বিতরণ করা হয়েছে। তিনি আরও বলেন, নষ্ট বিস্কুটের ব্যাপারে কতৃপক্ষকে অবহিত করেননি।সংশ্লিষ্ট এলাকায় বিস্কুট বিতরণের দায়িত্বে থাকা বেসরকারি একটি সংস্থার মাঠ কর্মকর্তা মো.ফেরদৌস জানান, অভিভাবকদের নিকট থেকে অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে অনিয়ম দেখে বিস্কুট বিতরণ বন্ধ করে দেই।
সংশ্লিষ্ট এলাকার দায়িত্বে থাকা সহকারী থানা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান বলেন, এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।