December 23, 2024, 8:11 am

বনি কাপুরের বাড়িতে করোনার থাবা

Reporter Name
  • Update Time : Tuesday, May 19, 2020,
  • 165 Time View

ভারতে দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এরই মধ্যে বলিউডের কয়েকজন তারকার অ্যাপার্টমেন্টে করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া কয়েকদিন আগে প্রযোজক করিম মোরানি ও তার দুই মেয়ে করোনায় আক্রান্ত হন। তবে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এবার করোনায় আক্রান্ত বলিউড নির্মাতা বনি কাপুরের এক গৃহকর্মী। দুই মেয়ে জানভি ও খুশিকে নিয়ে লোখান্ডওয়ালা কমপ্লেক্সের গ্রিন একরসে থাকেন বনি। এই কর্মীও সেখানেই থাকত।

একটি সূত্র বলেন, ‘গত ১৬ মে থেকে চরণ সাহু নামের ওই গৃহকর্মী অসুস্থ ছিল। শনিবার সন্ধ্যায় তার কোভিড-১৯ পরীক্ষা করতে পাঠান বনি কাপুর। পাশাপাশি তাকে আইসোলেশনে রাখা হয়। ফলাফল পাওয়ায় পর সোসাইটি পরিচালক ও পরবর্তী সময়ে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। এরপর বিএমসি ও রাজ্য সরকারের পক্ষ থেকে চরণকে কোয়ারেন্টাইন সেন্টারে নেওয়ার প্রক্রিয়া শুরু করে।’

তবে জানভি ও খুশি কাপুর এখনো ভালো আছেন। এ প্রসঙ্গে বনি কাপুর বলেন, ‘আমি, আমার সন্তান ও বাড়ির অন্য সদস্যরা ভালো আছি। কারো করোনার লক্ষণ দেখা দেয়নি। এমনকি লকডাউন শুরু পর থেকে আমরা বাড়ির বাহিরেও বের হইনি। সরকার ও বিএমসি কর্তৃপক্ষকে দ্রুত সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা বিএমসি ও তাদের স্বাস্থ্যকর্মীদের দেওয়া পরামর্শ অনুযায়ী চলছি। আশা করছি, চরণ খুব দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের বাড়িতে ফিরে আসবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71