ভারতে দিন দিন বাড়ছে করোনা রোগীর সংখ্যা। এরই মধ্যে বলিউডের কয়েকজন তারকার অ্যাপার্টমেন্টে করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া কয়েকদিন আগে প্রযোজক করিম মোরানি ও তার দুই মেয়ে করোনায় আক্রান্ত হন। তবে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এবার করোনায় আক্রান্ত বলিউড নির্মাতা বনি কাপুরের এক গৃহকর্মী। দুই মেয়ে জানভি ও খুশিকে নিয়ে লোখান্ডওয়ালা কমপ্লেক্সের গ্রিন একরসে থাকেন বনি। এই কর্মীও সেখানেই থাকত।
একটি সূত্র বলেন, ‘গত ১৬ মে থেকে চরণ সাহু নামের ওই গৃহকর্মী অসুস্থ ছিল। শনিবার সন্ধ্যায় তার কোভিড-১৯ পরীক্ষা করতে পাঠান বনি কাপুর। পাশাপাশি তাকে আইসোলেশনে রাখা হয়। ফলাফল পাওয়ায় পর সোসাইটি পরিচালক ও পরবর্তী সময়ে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। এরপর বিএমসি ও রাজ্য সরকারের পক্ষ থেকে চরণকে কোয়ারেন্টাইন সেন্টারে নেওয়ার প্রক্রিয়া শুরু করে।’
তবে জানভি ও খুশি কাপুর এখনো ভালো আছেন। এ প্রসঙ্গে বনি কাপুর বলেন, ‘আমি, আমার সন্তান ও বাড়ির অন্য সদস্যরা ভালো আছি। কারো করোনার লক্ষণ দেখা দেয়নি। এমনকি লকডাউন শুরু পর থেকে আমরা বাড়ির বাহিরেও বের হইনি। সরকার ও বিএমসি কর্তৃপক্ষকে দ্রুত সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা বিএমসি ও তাদের স্বাস্থ্যকর্মীদের দেওয়া পরামর্শ অনুযায়ী চলছি। আশা করছি, চরণ খুব দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের বাড়িতে ফিরে আসবে।