December 24, 2024, 4:06 pm

মারুফা হত্যার বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে কবি নির্মলেন্দু গুণের আবেদন

Reporter Name
  • Update Time : Tuesday, May 19, 2020,
  • 136 Time View

মোহনগঞ্জে গৃহকর্মী মারুফা আক্তার হত্যার বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছেন কবি নির্মলেন্দু গুণ। স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর কবি নির্মলেন্দু গুণের আবেদন হুবহু তুলে ধরা হলো;

“মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সমীপে আমার আবেদন –
আমার এলাকায় গৃহকর্মী হিসেবে কর্মরত একটি কিশোরীকে (মারুফা) ধর্ষণ করে, ঘটনাটি জানাজানি হয়ে যাওয়ায় আশংকায় মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে আমার এলাকাবাসী (বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়ন) ফেসবুক পোস্টে জানিয়েছেন।

খবরটি জেনে আমি খুবই মর্মাহত এবং ক্ষুব্ধ বোধ করছি।
এই বর্বরোচিত ঘটনাটির প্রতি আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আপনি নিজে উদ্যোগী হয়ে এই ঘটনাটির যথাযথ তদন্ত করবেন বলে আশা করছি এবং দাবি করছি। আপনি এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে তদন্ত সাপেক্ষে চিহ্নিত করুন এবং অপরাধীকে বিচারের মুখোমুখি করুন।

আওয়ামী লীগের নেতা, চেয়ারম্যান বা মুক্তিযোদ্ধা- অপরাধী যেই হোন না কেন- তিনি আইনের ঊর্ধ্বে নন। মাননীয় প্রধানমন্ত্রী এরকম প্রতিশ্রুতিই জাতিকে দিয়েছেন। আপনার দায়িত্ব হলো মাননীয় প্রধানমন্ত্রীর এইরূপ প্রতিশ্রুতির সত্যতা প্রমাণ করা।

আমি এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত দাবি করছি। এই অসহায় কিশোরীটির পিতা-মাতা ও প্রিয়-পরিজনদের সাথে আমি আছি।”

আরেকটি মন্তব্যে কবি বলছেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার চেষ্টা করবো। দেখি তাকে ফোনে পাই কি না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71