December 23, 2024, 11:38 am

কলাপাড়ায় ঘূর্নিঝড় আম্পান মোকাবেলায় মানুষকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন সিপিপি দলনেতা শাহ আলম।

Reporter Name
  • Update Time : Wednesday, May 20, 2020,
  • 254 Time View

পারভেজ কলাপাড়া(পটুুয়াখালী) প্রতিনিধি ঃ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে ঘূর্নিঝড় আম্পান মোকাবেলায় সাধারণ মানুষকে সাইক্লোন শেল্টারে আসার প্রচারণা কাজ চালাতে গিয়ে নৌকা ডুবে ‍ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) টিম লিডার নিখোঁজ সৈয়দ শাহআলম (৫৫) এর মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে।আজ বুধবার সন্ধার পূর্বে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এর আগে বুধববার সকাল দশটার দিকে ধানখালী ইউনিয়নের হাফেজ প্যাদার খালে এ দুর্ঘটনা ঘটে। মৃত শাহআলম মীর লোন্দা গ্রামের মৃত সৈয়দ কদম আলীর পুত্র বলে জনা গেছে।স্থানীয় ও উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুত কর্মসূচি অফিস সূত্রে জানা যায়, সে ঘূর্নিঝড় আম্ফানের সতর্কতামূলক প্রচারনা চালানোর জন্য হাফেজ প্যাদার খালের একপার থেকে অপর পাড়ে যাচ্ছিছেলন।এসময় বাতাসের চাপে নৌকাটি ডুবে যায়।

তার সাথে থাকা চাচাতো ভাই আরোব আলী মীর ও নিখোঁজ সিপিপিকর্মী ছোট ছেলে সিয়াস সাতরে তীরে ওঠে। কিন্তু শাহআলম মীর নিখোঁজ হয়। তাকে উদ্ধারে জন্য ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসসহ উপজেলা প্রশাসন।কলাপাড়া ঘূর্নিঝড় প্রস্তুত কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান জানান, ঘটনাস্থলে আমিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌঁছেছি। ফারাস সার্ভিসের কর্মীদের দীর্ঘ প্রচেষ্টার পরে একই স্থান হতে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71