ভারতের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোয় ধ্বংসলীলা চালাতে তীব্র গতিতে এগিয়ে আসছে আম্ফান। বাদ পড়বে না কলকাতাও। কলকাতা আবহাওয়া দপ্তরের সবশেষ বুলেটিন অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপ থেকে ৮৫ কিলোমিটার দূরে, রাজ্যের মেদিনীপুর জেলার দীঘা সমুদ্র থেকে ১০০ কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে ১৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছে আম্ফান। ঘণ্টায় ২০ কিলোমিটার করে এগিয়ে পশ্চিমবঙ্গের দিকে আসছে।
এছাড়া আবহাওয়া দপ্তর থেকে জানা যায়, স্থানীয় সময় ৩টা থেকে সাড়ে থেকে সাড়ে ৩টার দিকে পশ্চিমবঙ্গের স্থলভূমিতে ঢোকার প্রক্রিয়া শুরু করে আম্ফান। পাঁচটা থেকে ছয়টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়ে। কলকাতায় ১১০ থেকে ১৩০ কিলোমিটার বেগে বয়ে যাবে ঘূর্ণিঝড়টি।
ইতোমধ্যে উড়িষ্যার পারাদ্বীপে আম্ফান তার ধ্বংসলীলা দেখাতে শুরু করে দিয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় প্রবেশ করার প্রক্রিয়াও শুরু করেছে। রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে ভেঙে পড়েছে একাধিক গাছ। উড়ে গেছে অনেক বাড়ির টিন ও খড়ের চাল। আম্ফান সমস্ত শক্তি নিয়ে আছড়ে পড়ার আগেই এ অবস্থা।
মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে পরিস্থিতির। আবহাওয়াবিদদের মতে ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ঝড়টি। এরপর স্থলভাগের আছড়ে পড়ে সুইং করে সাময়িক গতি বাড়িয়ে সর্বোচ্চ ১৮৫ কিলোমিটার তুলতে পারে। এবং যত স্থলভাগের ভেতরে প্রবেশ করবে ধীরে ধীরে গতি কমতে থাকবে।
অপরদিকে, তাদের মতে ১১০ থেকে ১৩০ কিলোমিটার বেগে পূর্ব কলকাতার গা ঘেঁষে যাবে ঝড়টি। অর্থাৎ ক্ষতির মুখ দেখতে পারে সল্টলেক, রাজারহাট, নিউটাউন, কলকাতা বিমানবন্দর ইত্যাদি অঞ্চলগুলো। এছাড়া গোটা কলকাতায় শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি ও দমকা হাওয়া।
ইতোমধ্যেই কলকাতার বিপদজনক বাড়িগুলো থেকে সরানো হয়েছে লোকজনদের। আম্ফান আসার আগেই তার দাপট দেখানো শুরু করে দিয়েছেন। শহরে বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত উড়ালপুলে যাতায়াত। নিষিদ্ধ করা হয়েছে সাধারণ জনগণের পথের বের হওয়া। বন্ধ আছে দোকান বাজার পাট অফিস এবং সমস্ত প্রতিষ্ঠান। এছাড়া আবহাওয়া দপ্তর থেকে জানা যায়, আম্ফান তিনটি স্তরে বিভক্ত, মাথা-চোখ-লেজ। এর জেরে দু’বার তার দাপট দেখাবে আম্ফান।
পশ্চিমবঙ্গের স্থলভাগের ধাক্কা খেয়ে সুন্দরবনের পাশ দিয়ে বাংলাদেশের দিকে রওয়ানা দেবে। এরপর কিছুক্ষণের জন্য স্বাভাবিক হয়ে যেতে পারে পশ্চিমবাংলার আবহাওয়া। হতে পারে সাধারণ বৃষ্টি এবং হালকা হাওয়া। তখন বাতাসের গতিবেগ থাকতে পারে ৪৫ থেকে ৫৫ কিলোমিটার।
এরপর আম্ফানের মাথা যখন বাংলাদেশ দাপট দেখাবে তখন পশ্চিমবঙ্গে মধ্যরাতে প্রবেশ করবে আম্ফানের শেষ অংশ অর্থাৎ লেজ। ফলে সেই সময় শেষবারের মতো আরও একবার দাপট দেখা যেতে পারে আম্ফান। এর জেরে পশ্চিমবাংলায় আগামীকালও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।