December 24, 2024, 6:27 pm

প্রধানমন্ত্রীর ঈদ উপহার মোবাইল থেকে তুলে নেওয়ায় জিজ্ঞাসাবাদে মারধর হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : Thursday, May 21, 2020,
  • 121 Time View

পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপায় নাজেম সিকদার (৩৭) নামে এক যুবককে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পানপট্টি লঞ্চঘাট বসে মারধর করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পানপট্টি ইউনিয়নের তুলারাম গ্রামের ৭নং ওয়ার্ডে মফেজ সিকদারের বাড়িতে। নাজেম সিকদার হচ্ছেন মৃতঃ মফেজ সিকদারের ছেলে। নাজেম সিকদার জানান, মাননীয় প্রধানমন্ত্রী ঈদ উপহার উপলক্ষ্যে তার মোবাইলে ২টি ম্যাসেজ আসে এবং নগদ ২৫শ’ টাকা আসে। তিনি মোবাইল সম্পর্কে ভাল না জানায় পাশের বাড়ির আবুল গাজীর ছেলে ফিরোজ গাজীকে মোবাইলটি দেখান। ফিরোজ গাজী মোবাইলটি হাতে নিয়ে প্রায় আধা ঘন্টার মত নাড়া চাড়া করেন। পরে মোবাইলটি নিয়ে একটি বিকাশের দোকানে গেলে বিকাশের দোকানের মালিক নাজেম সিকদারকে বলেন, আপনার মোবাইলের টাকা উঠানো হয়েছে। এ নিয়ে নাজেম সিকদার ফিরোজের কাছে গিয়ে বলেন, প্রধানমন্ত্রীর ২টি ম্যাসেজ ও টাকা আমাকে দিয়ে দাও। এতে ফিরোজ গাজী অস্বীকার করে এবং উত্তেজিত হয়ে যায়। কথাকাটাকাটির এক পর্যায়ে ফিরোজ গাজী চড়াও হয়ে তার হাতে থাকা কাঠের রুয়া দিয়ে নাজেম সিকদারের মাথার উপরে বারি দেয়। নাজেম সিকদার উক্ত বারি হাত দিলে নাজেম সিকদার দুই হাত দিয়ে উক্ত বারি ফিরায় এবং এতে হাত থেকে রক্ত ঝড়ে। পরে এলাকাবাসী উদ্ধার করে নাজেমকে গলাচিপা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাফিউদ্দিন বলেন, নাজিমের দুই হাতের বুড়ো আঙ্গুলের ফাঁকে চিড় ধরেছে এবং ফেটে গেছে ও সেলাই লেগেছে। এবিষয়ে নাজেম সিকদার উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহিন শাহ এর কাছে মৌখিক অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি আমি শুনেছি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দুপক্ষেকে ডেকে মীমাংসার কথা বলে দিয়েছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71