সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী।
গলাচিপা উপজেলার উলানিয়া ও চিকনীকান্দী বাজারে উপজেলা প্রশাসন গলাচিপা কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মরনব্যাধী রোগ করোনাভাইরাস দিন দিন বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাই বাংলাদেশ সরকার রাষ্ট্রকে লকডাউন করে সাধারন জনগনকে ঘরে থাকার এবং দোকান মালিকদের দোকান না খোলার নির্দেশ দেন।
কিন্তু কিছু দোকান মালিকরা সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খুললে সংক্রামক রোগ ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ এর ২ ধারা মোতাবেক ১০টি কাপড় ও জুতার দোকানদারকে ৩৫,০০০/-টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জনাব মোঃ এরফান উদ্দিন স্যার, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী।