সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা বন বিভাগের কর্মতৎপরতায় স্বাভাবিক হয়েছে সড়ক যোগাযোগ। বুধবার রাতে সুপার সাইক্লোন আম্ফানের তা-বে উপজেলার বিভিন্ন স্থানে গাছের ডালপালা সড়কের উপর পড়ে থাকায় যোগাযোগ ব্যবস্থা বিঘœ হচ্ছিল। বন বিভাগের তৎপরতায় শ্রমিকদের দিয়ে উপজেলার বিভিন্ন সড়কে পড়ে থাকা ডালপালাগুলো পরিস্কার করায় লোক জনের চলাচল স্বাভাবিক হয়। এ প্রসঙ্গে উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, আম্ফানের তা-বে গলাচিপা উপজেলার বিভিন্ন রাস্তার উপড়ে পড়া গাছের ডাল থাকায় মানুষের কি পরিমান ক্ষতি হয়েছে সরেজমিনে গিয়ে তা জানা যায় নিই। এমনিতেই করোনা ভাইরাসের কবলে মানুষের ভোগান্তির শেষ নেই তার উপরে ঘূর্ণিঝড় আম্ফানের কবলে দূর্ভোগে থাকা অসহায় সাধারণ মানুষের কথা চিন্তা করে সড়কগুলো থেকে গাছের ডালপালা অপসারণ করা হয়েছে। তিনি আরো বলেন, উপকূলীয় বেড়িবাধের দু পাশের চারাগাছগুলো হেলে যাওয়ায় দিন মজুর মানুষ দিয়ে গাছগুলোর গোড়ায় মাটি এবং লাঠি দিয়ে দিচ্ছি। এ বিষয়ে উপকূলীয় গলাচিপা সদর ইউনিয়নের বিট কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, আম্ফানের তান্ডবে উপকূলীয় এলাকায় সড়কের গাছগুলো বেড়িবাধ ভেঙ্গে পড়া থেকে রক্ষা পেয়েছে। এখন ছোট চারাগাছগুলো যদি রক্ষা না করা হয় তাহলে এগুলো আর বড় হতে পারবে না। এতে পরবর্তীতে বড় ধরনের ক্ষতি হতে পারে। তাই হেলে পড়া চারাগাছগুলো ঠিক করা হচ্ছে এবং ভেঙ্গে পড়া ডাল পালাগুলো পরিস্কার করা হচ্ছে।