Tmnews71, বিশেষ প্রতিবেদক মোঃ তৌহিদ পটুয়াখালী।
পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) রাত ১০টায় মেয়র মহিউদ্দিন আহমেদ নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শুরুর পর থেকে ত্রাণ তৎপরতা থেকে শুরু করে সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। গত দুইদিন ধরে তার শরীর খারাপ (জ্বর, কাশি) লাগার কারণে তিনি করোনা টেস্ট করান। সন্ধ্যায় তার নমুনা রিপোর্ট আসে। রিপোর্টে বলা হয়েছে তার করোনা পজিটিভ।
তিনি আরও জানান, যেহেতু কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে।তিনি সবাইকে বাসায় অবস্থান করার জন্য অনুরোধ জানান।
তিনি বর্তমানে বাসায় আছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন, জনতার মেয়র মহিউদ্দিন আরও বলেন যে সাধারণ মানুষের দোয়া রয়েছে আমার সাথে তাই দ্রুত সুস্থ হয়ে আবারো এই গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে চাই আমি মেয়র মহিউদ্দিন সাংবাদিকদের আরও বলেন যে আমি সাধারণ মানুষের পাশে থেকে সবসময় তাদের ভালো সেবা দিতে চেয়েছি এবং দিয়েছি তারই প্রতিফলন আমার অসুস্থ হওয়া তিনি বলেন আমার জীবনের বাকি সময়টুকু সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিতে চাই।