December 23, 2024, 2:51 pm

পটুয়াখালীতে ত্রাণ বিতরণ কমিটির বরাদ দিয়ে, প্রতিপক্ষকে জিজ্ঞেস করায় হামলার শ্বিকার। 

Reporter Name
  • Update Time : Friday, May 22, 2020,
  • 215 Time View
মু,হেলাল আহম্মেদ(রিপন)পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর উপজেলাধীন বড়বিঘাই ইউনিয়নের সি কেয়াবুনিয়া গ্রামের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃআনসার উদ্দীন বজলু মৃর্ধা(৫০) ও মোঃ মিজান মৃর্ধা (৩৫) নামে দু’ জনকে পিটিয়ে  আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
আহতরা হলেন, উপজেলার বড়বিঘাই ইউনিয়নের মৃত্যু কাদের মৃর্ধার এর ছেলে মোঃ আনসার উদ্দিন বজলু মৃর্ধা ও মোঃমিজান মৃর্ধা  গুরুতর আহত হয়েছেন।
এবিষয় আনসার উদ্দিন বজলু মৃর্ধা ঘটনার বরাদ দিয়ে প্রতিবেদ’কে বলেন,পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই ইউনিয়নের  সম্পাদক মোহাম্মদ জাফর হাওলাদার আমার মোবাইল ফোনে কল করে ত্রাণ দেওয়ার কমিটি গঠন করবে বলে সি কেয়া বুনিয়া বাজারে  আসতে বলেন। আমি সময় না করে বাজারে চলে আসি এবং বিষয়টি জানতে চাই কমিটির নাম করে যে অনিয়ম হয়েছে এমনটি জানতে চাওয়ায় প্রতিপক্ষ জাফর হাং ও তার পেটোয়া বাহিনী কতৃক, আমার উপর অতর্কিত হামলা চালায়। তিনি আরো বলেন, আমার ভাতিজা মোঃ মিজান মৃর্ধা(৩৫) আমাকে  বাচাতে আসলে তাকেও বেপরোয়া মারধর করেন এবং অশ্রিল ভাষায় গালিগালাজ করেন।
এসময় স্থানীয়রা ডাকচিৎকার শুনে আমাদের বাচিয়ে নিজ বাড়ীতে পৌছাইয়া দেন।
গত ১২ মে রোজমঙ্গলবার  রাএ ৮ টার দিকে এ ঘটনাটি ঘটে, আরো জানাযায়, মোঃ জাফর হাওলাদার এখানেই খ্যান্ত হয়নি  তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আবারে এলাকায় তান্ডব চালায়। হামলা কারীরা হলেন, জাফর হাং (৫০) পিতা করিম হাং, মাসুদ হাং (২৮) পিতা শাহআলম হাং,টিটু হাং পিতাঃশাহআলাম হাং,জাহিদ জোমাদ্দার (২৫) পিতাঃহাফেজ জোমাদ্দার,আবজাল হাং (৪৩) ৫ নং ওয়ার্ড পশার বুনিয়া।
এব্যাপারে বজলু মৃর্ধার বাড়ীতে আবারো কথা  জানতে পেরে বড় বিঘাই ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মজনু মোল্লাকে বিষয়টি  অবহিত করলে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে পদক্ষেপ নেন। পরে সন্ত্রাসী বাহিনীরা আমার বসত বাড়ির সামনে দিয়া চলে যান। এসময় দেখা জায় প্রত্যেকের হাতে বাংলা দা, বগি ইত্যাদি দেখা যায়। তাই আমার বাংলাদেশ সরকারের কাছে এতটুকু দাবী এদের বিরুদ্ধ কঠীন থেকে কঠীন বিচার করা হোক।
এবিষয় স্থানীয়দের কাছে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিকব্যক্তি জানায়,,এরা এলাকার পয়োজন কাওকে তোয়াক্কা করে না। এরা সন্ত্রাসী প্রকৃতির লোক,দাঙ্গাবাজ,মারপিট করা এদের নেশা ও পেশা। এছাড়াও তারা আরো বলেন এদের অনৈতিক কর্মকান্ডের একাধিক প্রমান রয়েছে অত্র এলাকায়।
এ ব্যপারে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তার মোর্শেদ কাছে জানতে চাইলে তিনি  বলেন,এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি তবে  অভিযোগ পেলে ঘটনাস্থল পরিদর্শন করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71