সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ
নাটোর জেলা প্রশাসনের পক্ষ থেকে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া বালিকা শিশু সদনের এতিম ও সুবিধা বঞ্চিত ৭৩ জন শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক এবং ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। তিনি প্রতিটি শিশুকে ৩ সেট থ্রি পিস,গামছা, মেহেদী, মাথার ব্যান্ড,ক্লিপ, হাতের চুরি,নেইল পালিশ, সাবান, শ্যাম্পু বিতরণ করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেজারচত ডেপুটি কালেক্টার জাকির মুন্সী, দিঘাপতিয়া বালিকা শিশু সদনের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল, এবং দিঘাপতিয়া বালিকা শিশু সদনের সদস্য ডা. আবুল কালাম আজাদ।