দাস,গলাচিপা,পটুয়াখালী।
মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে মানবিক খাদ্য সহায়তা বিতরন করা হয়েছে।
২৩ মে শনিবার বেলা ১১টায় গলাচিপা শরৎ বিহারী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার আয়োজনে শরৎ বিহারী সমন্বিত প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী শিক্ষার্থী সহ ৮০ জন প্রতিবন্ধীদের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদান করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলাহাজ¦ মোঃ খলিলুর রহমান মোহন মিয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটু, গলাচিপা উপজেলা চেয়ারম্যান মু. শাহীন শাহ্, গলাচিপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সন্তোষ কুমাড় দে, জেলা পরিষদ সদস্য মোঃ মোশারফ হোসেন, ইসরাত জাহান আছমা, আওয়ামীলীগ নেতা মইনুল ইসলাম রনো, শরৎ বিহারী সমন্বিত প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার দাস, জেলা পরিষদ চেয়ারম্যান পুত্র মোঃ তাহের রহমান বিজয় প্রমুখ।