রাজধানীর দক্ষিণখানে অবৈধ অস্ত্রসহ নীরব হোসেন সিয়াম নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখানের মৌশাইর এলাকার তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে দক্ষিণখান থানার ওসি শিকদার মো. শামীম জানান, তথ্য পাওয়ার ৩০ মিনিটের মধ্যেই অস্ত্রসহ ওই যুবককে গ্রেফতার করা হয়। এ সময় যুবকের ব্যবহৃত একটি সক্রিয় দেশীয় ওয়ান শুটারগান জব্দ করা হয়।
তিনি বলেন, দক্ষিণখান থানাকে এরইমধ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছি। অপরাধী যেই হোক না কেন, আইনের উর্ধ্বে কেউ নয়। দক্ষিণখান থানা অন্যায়ের বিরুদ্ধে সদা তৎপর।
গ্রেফতার নীরব হোসেন সিয়ামের গ্রামের বাড়ি গাজীপুরের সালনা পোড়াবাড়ি। তার নামে মাদক সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন।