মহিপুর থানা প্রতিনিধি :
এবার পটুয়াখালীর মহিপুর থানা সদর ইউনিয়নের ইউপি সদস্য বিউটি বেগমের নামে স্বজনপ্রীতি করে সরকারি ত্রাণ বিতরন এবং মাতৃত্বকালীন ভাতা দেওয়ার নামি অর্থ আদায় করে নাম না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার সকাল ১০ টায় শতাধিক লোক নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে লিখিত অভিযোগ প্রদান করেন মহিপুর সদর ওয়ার্ডের স্বামী পরিত্যাক্তা বেলা রানি।
অভিযোগে বলা হয় মহিপুর সদর ওয়ার্ডের ইউপি সদস্য বাবু নিমাই চন্দ্র দাষ সম্প্রতি মৃত্যু বরন করার পরে ঐ ওয়ার্ডের দায়িত্ব গ্রহণ করেন ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য বিউটি বেগম।
কিন্তু তিনি দায়িত্ব গ্রহনের পর থেকেই মহিপুর সদর ওয়ার্ডে বসবাসরত বৃহৎ অংশ হিন্দু সম্প্রদায় এবং একাংশ মুসলিম সম্প্রদায়কে সরকারি ত্রাণ কার্যক্রম থেকে বঞ্চিত করা হচ্ছে।
অপর এক অভিযোগে ছায়া রানী বলেন তিনি মাতৃত্বকালীন ভাতা দেওয়ার নাম বলে তার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়েও তাকে সেই নাম না দিয়ে নামের কথা বললে তাদের বিভিন্ন ভাবে হয়রানি করে ইউপি সদস্য বিউটি বেগম।
এ ব্যাপারে অভিযুক্ত বিউটি বেগমের কাছে জানতে চাইলে তিনি অস্বীকার করে বলেন তার বিরোধী পক্ষ তাকে হেয় করার জন্য এ ধরনের ষড়যন্ত্র করছে।
এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো: শহিদুল হক বলেন এখন পর্যন্ত আমরা কোন লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে।