December 25, 2024, 6:53 am

বরগুনার বেতাগীতে অসহায় ও দুস্থদের মাঝে নৌবাহিনীর ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • Update Time : Sunday, May 24, 2020,
  • 199 Time View

এম.এস রিয়াদ:

করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে কমান্ডার খুলনা ন্যাভাল এরিয়ার আয়োজনে বরগুনার বেতাগীতে কর্মহীন হয়ে পরা অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন বাংলাদেশ নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্ট।

শনিবার দুপুর ১২ টার দিকে বেতাগী উপজেলা চত্বরে এ উপহার বিতরণ কর্মসূচী পালিত হয়। এই টিমের নেতৃত্ব দেন কন্টিনজেন্ট কমান্ডার এলএএনএমএ সামাদ আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহসান।

নগদ অর্থসহ চাল, ডাল, লবন, সুজি, সেমাই, বিস্কুট, দুধ, চিনি ৫০ জন কর্মহীনদের মাঝে বিতরণ করা হয়।

নভেল করোনা (কোভিড-১৯) ভাইরাসের শুরু থেকেই বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন। এর মধ্যে বাংলাদেশের সর্ব দক্ষিণে উপকূলীয় অঞ্চল বরগুনা জেলার উপজেলাগুলোতে জীবনকে বাজী রেখে করোনা ভাইরাসের ছোঁয়া থেকে সাধারণ মানুষকে দূরে রাখতে বাংলাদেশ নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্টের উদ্যোগে চলছে হুঁশিয়ারী বার্তা এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য নানা রকম নির্দেশনা।

ইতোমধ্যেই তারা দুঃস্থ অসহায়দের পাশে থেকে তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে কুড়িয়েছেন অনেক প্রশংসা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71