নিজেস্ব প্রতিবেদক।
র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ) ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য সকাল আনুমানিক ১০.০০ ঘটিকা হতে দুপুর ১২.০০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী সদর এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধ ওমর ফারুক (৩৫), পিতা- আয়জউদ্দিন হাওলাদার,-নিউ মার্কেট,পটুয়াখালীকে ২,০০০/- টাকা,
সৈয়দ খোকন (২৩), পিতা-সৈয়দ জামাল মৃধা, নতুন বাজার,পটুয়খালীকে ৫,০০০/- টাকা,আঃ মালেক মৃধা (৩০), পিতা- বাবুল মৃধা, সদর রাড, পটুয়খালীকে ২,০০০/- টাকা, মেহেদী হাসান সিকদার (৫০), পিতা- আঃ জলিল সিকদার,সদর রোড,পটুয়খালীকে ১০,০০০/- টাকা,
মোঃ মিরাজ হাসান (৩০), পিতা- মিজানুর রহমান, পূর্ব হেতালিয়া, পটুয়খালীকে ১,০০০/- টাকা, মোসাঃ সুমি (২০), পিতা- আবু মুছা, সাং- লেবু খালি, পটুয়খালীকে ১,০০০/- টাকা, মোসাঃ রাজি (২৮), পিতা-ফোরকান খান,- শৌলা,পটুয়খালীকে ১,০০০/- টাকা, নিজাম আকন (৪৫), পিতা- আঃ কাদের আকন,সদর রোড
পটুয়খালীকে ১০,০০০/- টাকা,
অরুন চদ্র দেবনাথ (২৭), পিতা-শীনান চদ্র দেবনাথ,বনিক পট্টি, পটুয়খালীকে ৫,০০০/- টাকা, মোঃ আলিম সিকদার (৪৫), পিতা- মৃত তোদাখার আলী, বনিক পট্টি, পটুয়খালীকে ১,০০০/- টাকা,মইনুল ইসলাম (৪০), পিতা- মত ইসমাইল মধা-সবুজ বাগ, পটুয়খালীকে ২,০০০/- টাকা,নুরুল ইসলাম (২৫), পিতা- আঃ বারেক সিকদার লাউকাঠি, পটুয়খালীকে ৫০০/- টাকা,
মোঃ নোমান (১৮), পিতা- নাছির হাওলাদার,চরাস্তা,পটুয়খালীকে ৫০০/- টাকা, মোঃ নান্নু মৃধা (৩৭), পিতা- মৃত হাফেজ মধা, হেতালীয়া, পটুয়খালীকে ২০,০০০/- টাকা, খোকন গাজী (৩৮), পিতা- মৃত নুর মাহাম্মদ গাজী,- চক বাজার, পটুয়খালীকে ১০,০০০/- টাকা সহ সর্বমাট ৭১,০০০/- টাকা জরিমানা করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মানশ চদ্র দাস সহকারী কমিশনার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রুনাল্ট চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ গোলাম সরওয়ার সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, পটুয়াখালী, সংক্রামক রোগ প্রতিরাধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৫(খ) ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করা হয়।