December 23, 2024, 4:00 pm

মকবুল হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

Reporter Name
  • Update Time : Monday, May 25, 2020,
  • 402 Time View

সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি মকবুল হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মকবুল হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার রাতে মারা যান।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি প্রয়াত মকবুল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, একজন জনবান্ধব নেতা হিসেবে তিনি দল ও জনগণের জন্য কাজ করে গেছেন।

এছাড়া শেখ হাসিনা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ১৯৯৬-২০০১ মেয়াদে ধানমন্ডি-মোহাম্মদপুর আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মকবুল হোসেন আজ রাতে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71