December 24, 2024, 2:13 am

আক্রান্ত পুলিশের সংখ্যা ৪ হাজার ছাড়িয়েছে, চিকিৎসক ৮৪৬ জন

Reporter Name
  • Update Time : Tuesday, May 26, 2020,
  • 121 Time View

নিউজ ডেস্ক

দেশে নভেল করোনা ভাইরাস প্রতিরোধে ফ্রন্টলাইনে দায়িত্ব পালনকারী চিকিৎসক ও পুলিশের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গতকাল পর্যন্ত ৮৪৬ জন চিকিৎসক ও ৪ হাজার  ৯৩ জন পুলিশ সদস্য ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত ৮ জন চিকিৎসক ও ১৪ জন পুলিশ মারা গেছেন।

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) তথ্যানুসারে, করোনা আক্রান্ত চিকিৎসকদের মধ্যে এখন পর্যন্ত ৩৪১ জন সুস্থ হয়ে উঠেছেন। সংগঠনটির পক্ষ থেকে করোনায় আক্রান্ত চিকিত্সক ও তাদের পরিবারের সদস্যদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে।

আজ মঙ্গলবার পুলিশ সদর দফতরের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া পুলিশ সদস্যদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ১১৯ জন। রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উন্নত ও মানসম্মত ‘চিকিৎসা ও সেবায়’ সুস্থতার হার দ্রুততার সাথে বাড়ছে। পুলিশ সদস্যদের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি কমাতে পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71