যমুনা নদীতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গেছে। এতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৩০ জন। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীর স্থলচর এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে বলে জানান চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস।
তিনি জানান, এনায়েতপুর থেকে অর্ধ-শতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় ডুবে যায়। এতে এক শিশু ও এক বৃদ্ধ মারা যায়। এখনো প্রায় ৩০ জন নিখোঁজ রয়েছেন