December 23, 2024, 3:14 pm

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৬ হাজার ৩৮৭ জন আক্রান্ত

Reporter Name
  • Update Time : Wednesday, May 27, 2020,
  • 399 Time View

নিউজ ডেস্ক

ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৬ হাজার ৩৮৭ জন। এই নিয়ে পরপর ছয়দিন ভারতে প্রতিদিন ছয় হাজার করে মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সব মিলিয়ে ভারতে এখন করোনায় আক্রান্তের সংখ্যা এক লাখ ৫১ হাজার ৭৬৭ জনে দাঁড়িয়েছে।

৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে আরও ১৭০ জনের। ফলে সবমিলিয়ে ভারতে ৪ হাজার ৩৩৭ জন করোনায় মারা গেছে। ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, কো-মর্বিডিটির কারণে ৭০ শতাংশ রোগীর মৃত্যু হয়েছে।

ভারতের মহারাষ্ট্রেই সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে করোনায় আক্রান্তের তিনভাগের এক ভাগই হচ্ছে মহারাষ্ট্রে। সেখানে মোট ৫৪ হাজার ৭৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে এক হাজার ৭৯২ জনের।

এছাড়া আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে তামিলনাড়ু, দিল্লি ও গুজরাটেও। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৭২৮ জন। গুজরাটে মোট করোনা রোগী এখন ১৪ হাজার ৮২১ জন। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৪৬৫ জন।

এদিকে ভারতে করোনা আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ছে। মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনায় সুস্থ হয়ে ওঠার হার এখন আগের চেয়ে বেড়ে ৪১.৬১ শতাংশ হয়েছে। তারা বলছে যে, ভারতে ৬৪ হাজার ৪২৬ জন ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71