আলিফ মাহমুদ কায়সার কুমিল্লা প্রতিনিধি ঃ
কুমিল্লা জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮১ জনে। আজ বৃহস্পতিবার (২৮ মে) করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭০ জন।
আজ নতুন করে কোন মৃত্যু নেই। ফলে মৃত্যুর সংখ্যা ২২ জন দাড়িয়েছে।
আজ বৃহস্পতিবার নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা আদর্শ সদরে ৬ জন, বুড়িচংয়ে ২০ জন, মুরাদনগরে ১৫ জন, চান্দিনায় ১৭ জন, লাকসামে ৬ জন, লালমাইয়ে ২ জন, হোমনায় ২ জন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের রিপোর্টে ২ জন।
এ পর্যন্ত কুমিল্লায় সুস্থ্য হয়েছেন মোট ১০০ জন ।
করোনা সংক্রমন প্রতিরোধে জেলা কমিটির ফোকাস পার্সন ও ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ শাহাদাত হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।