নিউজ ডেস্ক
২২ বছরের মানসিক প্রতিবন্ধী তরুণীকে চিকিৎসার দেওয়ার নাম করে ঘরের সবাইকে বের করে দিয়ে ধর্ষণ করেছে কবিরাজ। পরে রাতেই তাকে আটক করে পুলিশ।
বুধবার (২৭ মে) রাতে ফতুল্লার কাশিপুর এলাকা থেকে ওই ভন্ড কবিরাজকে আটক করা হয়।
আটক ভন্ড কবিরাজ কাশিপুর হাজিপাড়া শাহজাহান হাজীর বাড়ির ভাড়াটিয়া ও শফিউদ্দিন প্রামাণিকের ছেলে আব্দুর রহিম প্রামানিক ৫৮।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভন্ড কবিরাজ একই এলাকার ২২ বছরের মানসিক প্রতিবন্ধী অবিবাহিত মেয়ের চিকিৎসা করার ছলনায় ২৭ মে রাত ১০টার দিকে, মেয়েটির বাবার বাড়ির শয়ন কক্ষে মেয়েটিকে ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে ভন্ড কবিরাজকে আটক করে।
পরে পুলিশ ঘটনার সত্যতা পেয়ে মেয়েটির বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজু করে।
ঘটনার ব্যাপারে ফতুল্লা মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, মেয়েটি অসুস্থ্য ছিল। ভন্ড কবিরাজ রহিম প্রামানিকের পরামর্শে মেয়েটির বাবা চিকিৎসা করার আহ্বান করে। ২৭ মে রাতে মেয়েটির বাবার বাড়ির শয়ন কক্ষ থেকে সকলকে বের করে দিয়ে কৌশলে ধর্ষণ করে।