করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মহানগর পুলিশের বিশেষ শাখার (সিটি-এসবি) উপ-পরিদর্শক মো. রাসেল বিশ্বাসের মৃত্যু হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে বৈশ্বিক এই ভাইরাস আক্রান্ত হয়ে করোনা প্রতিরোধে সম্মুখযোদ্ধা সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) রাসেল বিশ্বাস মারা গেছেন।
সাব ইন্সপেক্টর রাসেল বিশ্বাসের মৃত্যুসহ করোনা যুদ্ধে এখন পর্যন্ত বাংলাদেশ পুলিশের ১৫ জন দেশপ্রেমিক ও অকুতোভয় সদস্য শাহাদাতবরণ করলেন।
বৃহস্পতিবার বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকা ইমপালস হালপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিরবিদায় তিনি মারা যান।
শিক্ষা জীবনে অত্যন্ত কৃতি ছাত্র হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে বিবিএ এবং এমবিএ ডিগ্রী অর্জন করেন তিনি। এরপর ২০১৩ সালে ৩৪ তম আউটসাইড ক্যাডেট সাব ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
রাসেল বিশ্বাসের গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। তিনি স্ত্রী, এক পুত্র সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার দাফন সম্পন্ন করা হবে।