December 23, 2024, 4:02 pm

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রিন্স চার্লসের চিঠি

Reporter Name
  • Update Time : Friday, May 29, 2020,
  • 147 Time View

ঘূর্ণিঝড় আম্পানে বাংলাদেশের ক্ষয়ক্ষতিতে দুঃখপ্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। শুক্রবার (২৯ মে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, প্রিন্স চার্লস ও তার স্ত্রী ডাচেস অব কর্নওয়াল ক্যামিলিয়ার পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে এই চিঠি দেন।

চার্লস চিঠিতে লিখেছেন, ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে বাংলাদেশের মানুষের জানমালের ক্ষয়ক্ষতিতে আমি এবং আমার স্ত্রী দুঃখিত হয়েছি, তা আপনাকে জানাতে চাই। যারা হতাহত হয়েছে বা ঘূর্ণিঝড়ে যাদের ঘরবাড়ি ভেসে গেছে তাদের জন্য আমার এবং ক্যামিলিয়ার হৃদয় ভেঙে গেছে।

চিঠিতে প্রিন্স চার্লস আরো বলেন, আমরা বুঝতে পারি এটা আপনার জনগণের কাছে কতটা কঠিন ছিল। কেননা এসময় তারা একটি আনন্দঘন ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন।

মহামারি করোনা ভাইরাস ও আম্পানের দুর্যোগের এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে রয়েছেন জানিয়ে চার্লস বলেন, কোভিড-১৯ মহামারি ও এই ভয়াবহ ঝড়ের ক্ষতি, উভয়ের বিরুদ্ধেই লড়াইয়ের এমন উদ্বেগের সময়ে বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে যুক্তরাজ্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71