পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় মিথ্যা অপবাদ দেওয়ায় সংবাদ সম্মেলন করেছে রফিকুল ইসলাম। রবিবার সকালে গোলখালী ইউনিয়নের গাবুয়া গ্রামের ৩নং ওয়ার্ডে এ সংবাদ সম্মেলন করেন।
রফিকুল ইসলাম বলেন, মোসাঃ মুক্তা রানীর মা রাবেয়া বেগম গোলখালী ৬নং ওয়ার্ডে বসবাস করেন। এলাকার কিছু কূ-চক্রী মহল আমার ভাব মূর্তি খুন্ন করার জন্য সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করতে ফেসবুকে আমার নামে মোসাঃ মুক্তা আক্তারকে ব্যবহার করে অনেক লেখালেখি করেছে। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবিষয়ে ওই এলাকার ইউপি সদস্য সহ বিভিন্ন লোকজন বলেন,
আসলেই রফিকুল ইসলামকে নিয়ে এলাকার কিছু খারাপ মানুষ সমাজে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য ফেসবুক পেইজে অনেক কিছু লিখেছেন। রফিকুল ইসলাম আরও বলেন, মোসাঃ মুক্তা আক্তার হচ্ছেন ৬নং ওয়ার্ডের মালেক হাওলাদারের মেয়ে। তার মা হচ্ছেন রাবেয়া বেগম ৮ সন্তানের জননী। পরবর্তীতে সন্তানদের রেখে অন্যত্র বিবাহ বসেন। সেই ঘরের সন্তান মুক্তা আক্তার।