আরামিট গ্রুপের চেয়ারম্যান চট্টগ্রাম চেম্বারের সাবেক সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার সকাল ৬টায় বন্দরনগরীর ম্যাক্স হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামাল আহমেদের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেকে রেখে গেছেন।
তার ছোট ভাই সৈয়দ রফিক আহমেদ জানান, জামাল আহমেদ হৃদরেগে আক্রান্ত ছিলেন। অসুস্থ হলে কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে জামাল আহমেদের মধ্যে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না।
ব্যবসার পাশাপাশি রাজনীতিতে সক্রিয় জামাল কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন এক সময়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বও তিনি পালন করেছেন।
রোববার দুপুরে কর্ণফুলী থানাধীন দৌলতপুরে নোমাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন হওয়ার কথা রয়েছে।