নিজেস্ব প্রতিবেদক।
র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর যৌথ উদ্যোগে অদ্য ৩১শে মে সন্ধ্যা আনুমানিক ০৬.০০ ঘটিকা থেকে ০৮.০০ ঘটিকা পর্যন্ত পটুয়াখালী লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে মোঃ শফিকুল ইসলাম (২৭), পিতা-মোঃ বাবুল মিয়া,-সদর, পটুয়াখালীকে ২০০/ টাকা-,মোঃ আনোয়ার হোসেন (২৭), পিতা- মাঃ ইদ্রিস ,সদর,পটুয়াখালীকে ২০০/- টাকা এবং অন্যদিকে লঞ্চের ভিতরে যাত্রীরা সামাজিক দুরত্ব বজায় না রাখার অপরাধে সুদরবন লঞ্চ-৮ এর সুপার ভাইজার মোঃ আনোয়ার হোসেন (৩৯), পিতা- মৃত ইদ্রিস আলী হাওলাদার, সাং- উচ উত্তমপুর, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠিকে ২০,০০০/- টাকা সহ সর্বমোট ২০,৪০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল ইসলাম সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয় পটুয়াখালী, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন, ২০১৮ এর ২৪(১) ধারা মোতাবেক অর্থদন্ড প্রদান করা হয় ।