পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় জমি জমার জেরে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন উপজেলার চর কাজল ইউনিয়নের ছোট চর কাজল গ্রামের লেহাজ উদ্দিন মৃধার ছেলে হাবীব মৃধা (৫০) ও আলী হোসেন পালোয়ানের ছেলে রুহুল আমিন পালোয়ান (৪০)। ঘটনাসূত্রে ও হাবীব মৃধা জানান,
গত ২৩ মে শুক্রবার বিকাল ৫টার দিকে শনিবারিয়া বাজারের পশ্চিম পাশের্^ রাস্তার উপর আমাদের একই এলাকার সাহাবুল হাওলাদারের নের্তৃত্বে ১০/১২ জন লোক একত্রিত হয়ে জমি জমা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে চড়াও হয়ে আমাকে ও রুহুল আমিনকে এলোপাথারীভাবে পিটাতে থাকে।
পরে আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে পরলে মারধরকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী আমাদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত ডাঃ মেজবাহ উদ্দিন বলেন, হাবীব মৃধার ডান হাতের ছিনার পিছনের হাড় ফেটে যায়। রুহুল আমিনের মাথা ফেটে যায়।
দু’জন আমার চিকিৎসাধীনে ২য় তলায় ভর্তি আছে। হাবীব মৃধাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য কালাম মাঝি বলেন, জমি জমার জেরে এ মারামারি। জমি জমা নিয়ে ইতি পূর্বে কয়েকবার শালিস বৈঠক হয়েছে।
ইউপি চেয়ারম্যান রুবেল মোল্লা বলেন, বিষয়টি আমি শুনেছি, ঘটনাস্থলে চৌকিদার পাঠিয়ে দু’পক্ষকে ডেকে ইউনিয়ন পরিষদে বসার ব্যবস্থা করছি। এ বিষয়ে হাবীব মৃধা গলাচিপা থানায় লিখিত অভিযোগ করবেন বলে জানান।