আলিফ মাহমুদ কায়সার
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনার তীরচরে আরাফাত (৮) নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।৩১ মে রবিবার রাত আটটায় চান্দিনার ২ নং বাতাঘাসী ইউনিয়নের তীরচর গ্রামে এ ঘটনা ঘটে।মৃত শিশু আরাফাত ওই গ্রামের বাসিন্দা ফরিদ উদ্দিনের প্রথম স্ত্রীর পুত্র তৃতীয় শ্রেণির পড়ুয়া ছাত্র ছিলেন।
স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সভাপতি ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জানান- রবিবার দুপুরে শিশু আরাফাতকে খোজে পাওয়া যাচ্ছেনা এমনটি সবাই বলাবলি করছে।আসর ওয়াক্ত ঘনিয়ে এলে গ্রামের সবাই পুকুরে, ডোবায়, আনাচে কানাচে অনেক খোজাখুজির পর না পেয়ে মাইকিং করে সবাইকে অবগত করি।এর পরেও রাত আটটা পর্যন্ত কোন সন্ধান না পাওয়ায় আমি আর গ্রামের বাসিন্দা গিয়াসউদ্দিন, আবুল কালাম, ফরিদের বাড়ীতে যাই। সেখানে তার দ্বিতীয় স্ত্রী সৎমা সুমিআক্তার,সুমির মা ডলি(ফরিদের শাশুরি),শশুরসহ টর্চ লাইট দিয়ে বিভিন্ন কক্ষে খোজাখুজি শুরু করি।তৎক্ষনাত তাদের গোয়াল ঘরে গোখাদ্যের পাত্রে খড় উল্টিয়ে দেখি আরাফাতের মৃত দেহ পড়ে আছে।তাৎক্ষনিক আরাফাতের মৃত দেহ পাওয়ার সাথে সাথে সৎমা সুমি,ফরিদের শাশুরি, শশুর ও ফরিদ পালানোর চেষ্টা করলে স্থানীয়রা হাতে নাতে ধরে আটক করে।আটকাবস্থায় ফরিদের শশুর পলায়ন করে।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সৎ মার গোয়াল ঘর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে।
এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল জানান, খবর পেয়ে আমরা গোয়াল ঘরে খড়ের মধ্যে লুকানো অবস্থায় শিশুটির মৃ’ত দেহ উদ্ধার করেছি। স্থানীয়দের ধারনা সৎ মা এই ঘটনার সাথে জড়িত। স্থানীয়রা পলাতক অবস্থায় তিনজনকে আটক করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে ঘটনার আসল রহস্য।