এনামুল হক ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যসহকারী নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি উপজেলার ধানীখোলা মধ্য ভাটিপাড়া গ্রামে বসবাস করেন।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার ময়মনসিংহ পিসিআর ল্যাবে পাঠানো ২১ টি স্যাম্পল পাঠানো হলে সেখান থেকে বাকী নয়টি স্যাম্পলের পরীক্ষা হলে শনিবার রাতে ত্রিশালে এক জন স্বাস্থ্যসহকারী সহ পাঁচ জনের দেহে কোভিট-১৯ সনাক্ত হয়।
আক্রান্ত স্বাস্থ্যসহকারী মতিউর রহমান পারভেজ ত্রিশাল উপজেলার স্বাস্থ্য সহকারী এ্যাসোসিয়েশনের সভাপতি। তিনি ২০১০সাল থেকে তিনি ধানীখোলা ইউনিয়নের স্বাস্থ্য সহকারি হিসাবে দায়িত্ব পালন করছেন। উপজেলার ধানীখোলা ইউনিয়নে করোনার উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীদের স্যাম্পল সংগ্রহের কাজে গিয়ে তিনি আক্রান্ত হয়।
আক্রান্ত স্বাস্থ্যসহকারী মতিউর রহমান জানান, শারীরিক ভাবে আমি সুস্থ আছি, নিজের বাড়িতে হোম কোয়ারাইন্টানে আছি।
উল্লেখ্য, ত্রিশাল উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১১ জন, তার মাঝে এক জন্য মৃত্যু বরণ করেছেন।