বিলাস দাস বিশেষ প্রতিবেদক পটুয়াখালীঃ
পটুয়াখালীর বাউফলে যুবলীগ কর্মী তাপস চন্দ্র দাস হত্যা মামলার অন্যতম আসামি সায়মুন প্যাদাকে ঢাকার বাবুবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর খুনের ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর অ্যাডিশনাল এসপি (সদর) শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অ্যাডিশনাল এসপি শেখ বিল্লাল হোসেন ঘটনার বরাত দিয়ে জানান, গত ২৪ মে দুপুরে পটুয়াখালী-২ আসনের এমপি আসম ফিরোজ ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল সমর্থিত নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সংঘর্ষে যুবলীগ কর্মী তাপস চন্দ্র দাস ধারালো অস্ত্রের আঘাত প্রাপ্ত হয়ে মারা যায়। নিহত তাপস এমপির পক্ষের সমর্থক ছিলেন।
এ ঘটনার পর গত ২৫ মার্চ মেয়র জিয়াউল হক জুয়েলসহ ৩৫ জনকে আসামি করে বাউফল থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ভাই পঙ্কজ দাস। এরপর অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিভিন্ন ব্যানারে দফায় দফায় আন্দোলন হয়।
খুনের ঘটনার পর গা ঢাকা দেয় এজাহারভুক্ত ৩ নম্বর আসামি সায়মুন প্যাদা। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে সায়মুন।