নিজস্ব প্রতিবেদক ।।
পটুয়াখালী জেলার সাগরকন্যা খ্যাত কুয়াকাটা পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহ আলম হাওলাদার এর বিরুদ্ধে সালিশি না মানায় পৌরসভার ৪নং ওয়ার্ড বাসিন্দা মোঃ সালাম কারি (৩৫), পিতা: সত্তার কারী কে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে । অভিযোগকারী সালাম কারি জানান, কিছুদিন যাবত তাদের পারিবারিক ভাবে কিছুটা সমস্যা হচ্ছিল তার স্ত্রীর সাথে, পৌর কাউন্সিলর শাহ আলম হাওলাদার তার স্ত্রীর দূর সম্পর্কের আত্মীয় হওয়ায়,
তারই সূত্রধরে কাউন্সিলর শাহআলমকে বিচার করার জন্য তার স্ত্রী ও শাশুড়ি ডেকে আনে , কিন্তু সালাম কারি বিচার মানতে নাা চাওয়ায় কাউন্সিলর নিজেই তাকে অমানবিক ভাবে নির্যাতন করে ও শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে এবং তাকে এই এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেন। আমরা মুঠোফোনে শাহ আলম কমিশনারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ভিকটিম সালাম কারি একজন মাদকসেবী তাই তার কথা না শোনায় তনি নিজিই তাকে নারিকেলের ডগা দিয়ে আঘাত করেন তখন ভিকটিম দৌড় দিলে পড়ে গিয়ে তার মাথার কিছু অংশ কেটে যায় ।
এ বিষয়ে ভিকটিমের শাশুড়ির কাছে জানতে চাইলে তিনি আমাদের বলেন, কাউন্সিলর সাহেবের কথা না শোনায় তিনি বসে থাকা চেয়ারের ভাঙা অংশ দিয়ে ভিকটিম কে আঘাত করেন সেই সময় তার মাথা ফেটে যায়। এ বিষয়ে পৌর মেয়রের মুঠোফোনে যোগাযোগ করা হোলে তিনি বলেন, ভিকটিম সালাম কারী আমার কাছে এসেছিলো তাকে অমানবিক নির্যাতনের ঘটনা জানানোর জন্য,
লকডাউন থাকার কারণে আমি তাকে আগে চিকিৎসা নিতে বলি এবং এই বিষয়টি আমি অবগত আছি। এই রিপোর্ট লেখা পর্যন্ত আহত মোঃ সালাম কারি কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং এখন পর্যন্ত তিনি প্রশাসনিক ভাবে কোন লিখিত অভিযোগ করেননি, তবে তিনি তার প্রতি শাহালমের মধ্য যুগীয় নির্যাতনের সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে প্রশাসনের সহায়তা কামনা করছে।